ধ্বংসস্তূপে কী খুঁজছে পোষ্য কুকুর! আফগানিস্তান ভূমিকম্পের এই ছবি দেখে চোখে জল সকলের

 সাদা লোমে ঢাকা ছোট্ট দেহ (Dog)। লোমশ ল্যাজ উঁচিয়ে আছে। জুলজুল চোখে একরাশ ভয়, কষ্ট, উদ্বেগ। এভাবেই ভাঙাচোরা ধ্বংসস্তূপের (Broken House) পাশে দাঁড়িয়ে রয়েছে সে। কারণ ওই ধ্বংসস্তূপেই আসলে সে থাকত। তার বাড়ি। ভূমিকম্পে (Earthquake) ধসে গিয়েছে হুড়মুড় করে। সেদিকেই তাকিয়ে রয়েছে সে।

আফগানিস্তানের (Afghanistan) পাকটিকার গায়েন প্রদেশের ছবিটি দেখে যেন বুক মুচড়ে উঠেছে নেটিজেনদের। দিন কয়েক আগে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিল দেখেছে আফগানিস্তান। ভেঙে পড়েছে অসংখ্য বাড়িঘর। সেই মৃত্যুপুরীর ভিতর পোষ্য কুকুরের ছবিটি দেখে চোখ মুছছেন সকলে।

জানা গেছে, কয়েক দিন আগের বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে পড়েছে ওই বাড়িটি। চাপা পড়ে মারা গিয়েছেন বাড়ির সকল সদস্য। এত বড় বিপর্যয়ের মধ্যেও কীভাবে যেন বেঁচে গিয়েছে ছোট্ট পোষ্যটি। কিন্তু প্রাণে বাঁচলেও, ঘর নেই তার। নেই কোনও নিজের লোক।

 
তবে একেবারে একলা হয়ে যায়নি সে। প্রতিবেশীদের বাড়িতে ঘুরে ঘুরে খাবার পেয়েছে সে এই ক’দিন। পেয়েছে আদরযত্নও। তবু ভাঙাচোরা সেই বাড়ির সামনে বারবার ফিরে আসছে সে। অবাক হয়ে তাকিয়ে দেখছে চারপাশ। খুঁজে বেড়াচ্ছে কাউকে। সে কি কারও অপেক্ষা করে এখনও, নাকি বুঝতে পারে, সব শেষ হয়ে গেছে!

পাকটিকার গায়েন প্রদেশের এমনই একটি দৃশ্য টুইটারে পোস্ট করেছেন এক মহিলা। তারপরেই ভাইরাল হয়েছে সেটি। কেউ লিখেছেন, এই তীব্র ভালবাসা কুকুরের পক্ষেই সম্ভব। কেউ বা বলেছেন, এত ভালবাসা মানুষজাতির প্রাপ্য নয়।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news