থিকথিকে ভিড় শপিং মলে, আছড়ে পড়ল রুশ মিসাইল, দাউদাউ আগুনে ঝলসে মৃত্যু অন্তত ১৬ জনের

 ব্যস্ত সময়ে শপিং মলে তখন থিকথিকে ভিড়। বহু মানুষ জড়ো হয়েছেন। নিশ্চিন্তে কেনাকাটা চলছে। আচমকাই মেঘগর্জনের মতো বিকট আওয়াজ। তারপরেই দাউদাউ আগুন জ্বলে গেলে শপিং মলে (Russia-Ukraine War)। পালাবার আগেই ঝলসে যেতে লাগলেন মানুষজন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল ইউক্রেনের ক্রেমেনচুকে। রুশ মিসাইল হামলায় ধ্বংস হয়েছে ক্রেমেনচুকে বিখ্যাত শপিং মল। প্রাণ গেছে বহু মানুষের। আহতের সংখ্যা গোনা এখনও সম্ভব হয়নি।

ক্রেমেনচুকের মেয়র এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, শহরের সবচেয়ে ব্যস্ত এলাকায় শপিং মলে মিসাইল হামলা করেছে রাশিয়া (Russia-Ukraine War)। মৃতের সংখ্যা অনেক। আপাতত ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত বহু মানুষ।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, দাউদাউ করে জ্বলছে শপিং মল। কালো ধোঁয়া পাক খেয়ে উঠছে। বহু মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছে দমকল। ইউক্রেন প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, সাধারণ মানুষের ওপর হামলা করছে রাশিয়া। এটা যুদ্ধাপরাধ ছাড়া কিছুই নয়। ব্যস্ত সময় যখন মলে বহু মানুষের ভিড় তখনই মিসাইল হামলা হয়েছে। নিরীহ মানুষজনকে হত্যা করাই উদ্দেশ্য ছিল। আহতদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনের একের পর এক শহর দখল করেছে, ধ্বংস করেছে রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করেছে ইউক্রেনকে (Russia-Ukraine War)। বহু ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, দেশের প্রায় ২০ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া। কিন্তু কিয়েভে এখনও দাঁত ফোটাতে পারেনি তারা। রুশ বাহিনীকে ঠেকাতে মরিয়া হয়ে লড়ে যাচ্ছে ইউক্রেন।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news