ওরা উদাম হলে ‘জঘন্য দৃশ্যের অবতারণা’ হবে: ভ্লাদিমির পুতিন

জার্মানির বাভারিয়ায় জি-৭ বৈঠকের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ফেঁসে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না বলে জনসন যে বক্তব্য দিয়েছেন তার যেমন উত্তর দিয়েছেন পুতিন তেমনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরো একটি বক্তব্যের জবাব দিতে ছাড়েননি রুশ প্রেসিডেন্ট।

গণমাধ্যমে বহু আগে প্রকাশিত পুতিনের খালি গায়ে ঘোরসওয়ার করার একটি  ছবির প্রতি ইঙ্গিত করে মঙ্গলবার সন্ধ্যায় জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ-কে দেয়া সাক্ষাৎকারে জনসন বলেছিলেন, জিসেভেনের নেতারাও বাভারিয়ার পাহাড়ে উঠে নিজেদের জামা খুলে একথার প্রমাণ দিতে পারেন যে, তারা ‘পুতিনের চেয়ে বেশি লৌহমানব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা নেতারা কখনোই তার মতো হতে পারবেন না  কারণ, তারা শরীরচর্চা করেন না এবং অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেন। পুতিন বলেন, পশ্চিমা নেতারা যদি জামা খোলেন তাহলে এক ‘জঘন্য দৃশ্যের অবতারণা’ হবে।

বরিস জনসন ওই সাক্ষাৎকারে আরো বলেছিলেন, “পুতিন যদি নারী হতেন, স্পষ্টতই তিনি তা নন, কিন্তু যদি হতেন, তাহলে আমি সত্যিই মনে করি না যে, তিনি এভাবে উন্মত্ত-পৌরুষপূর্ণ একটি আগ্রাসী যুদ্ধ ও সহিংসতায় ঝাঁপিয়ে পড়তেন।”

এর জবাবে ১৯৮২ সালে থ্যাচারের নির্দেশে আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটিশ আগ্রাসনের কথা স্মরণ করেন পুতিন। তিনি বলেন, “আমি সমসাময়িক ইতিহাসের একটি ঘটনা স্মরণ করতে চাই যেখানে মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সামরিক অভিযান চালিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে একজন নারী সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর পার্সটুডে./এনবিএস/২০২২/একে

news