ইসরাইল তার সংক্ষিপ্ত ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, রাজনৈতিক ও নিরাপত্তাগত দিক দিয়ে ইহুদিবাদী ইসরাইল তার সংক্ষিপ্ত ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। তিনি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি আরব দেশের তীব্র সমালোচনা করেন।

সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (শনিবার) বিকেলে দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে এই সমালোচনা করেন। তিনি ফিলিস্তিনকে এখনও মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের আবাসভূমি স্বাধীন করতে না পারছে ততদিন তাদের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাবে তেহরান। জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে হবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোর কড়া সমালোচনা করে বলেন, যেসব আরব শাসক ভাবছেন তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের দেশগুলোর অভ্যন্তরীণ সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব তারা চরম ভুলের মধ্যে রয়েছেন।

২০২০ সালের আগস্ট মাসে আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হয় ইহুদিবাদী ইসরাইল। এরপর সুদান এবং মরক্কো তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার এ প্রক্রিয়াকে স্বাগত জানায় সৌদি আরব এবং ধারনা করা হচ্ছে পরবর্তী যে আরব দেশটি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সেটি সৌদি আরব।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে বৈঠকে আরব দেশগুলোর এ তৎপরতাকে চরম বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।খবর পার্সটুড/এনবিএস/২০২২/একে

news