ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২ বেসামরিক নাগরিক আহত

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তারতুসে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দু’জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি জঙ্গিবিমান থেকে নিক্ষিপ্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বলে সিরিয়ার সেনা সূত্র জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলির দিক থেকে তারতুস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি জঙ্গিবিমান। সূত্রটি আরো জানিয়েছে, হামলায় একজন নারীসহ দু’জন আহত হয়েছে। এছাড়া, কিছু স্থাপনার ক্ষতি হয়েছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণের কিছু এলাকা লক্ষ্য করে গোলান মালভূমি থেকে ইসরাইলি বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রায় এক মাস পর শনিবারের হামলা চালানো হলো।  সানা জানিয়েছে, গত ১০ জুনের ওই হামলার সময়ও বেশিরভাই ইসরাইলি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয় সিরিয়ার সেনাবাহিনী।ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়।খবর পার্সটুড/এনবিএস/২০২২/একে

news