জেট বিমান নির্মাণ পরিদর্শন করলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা অশতিয়ানি জেট প্রশিক্ষণ বিমান 'ইয়াসিন'-এর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
তিনি আজ (রোববার) বিমানটির কার্যক্রম পরিদর্শনের সময় বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে জেট প্রশিক্ষণ বিমান 'ইয়াসিন' নির্মাণ করা হয়েছে।
প্রায় তিন বছর আগে ইরানের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেট প্রশিক্ষণ বিমান 'ইয়াসিন' উদ্বোধন করেন। এরপর থেকে সশস্ত্র বাহিনীর প্রয়োজন মেটাতে নিয়মিত এই প্রশিক্ষণ বিমান তৈরি করছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থা।
ইরানের সামরিক সূত্র জানিয়েছে, 'ইয়াসিন' হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির বিমান। এর দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাড়ে পাঁচ টন। এটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে।
ইরানি বিজ্ঞানীরাই পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে এর নির্মাণ পর্যন্ত সব কাজ সম্পন্ন করেছে এবং বিদেশিদের সহযোগিতা নেয় নি বলে তিনি জানান।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে