ফিলিস্তিনের গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি ২১ দফা সম্বলিত এই প্রস্তাব উপস্থাপন করেন।

ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে ট্রাম্প ছাড়াও কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উইটকফ সিএনএনকে বলেন,
“আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা গাজায় সহিংসতা থামাতে সহায়তা করবে এবং একইসঙ্গে ইসরায়েল ও তার প্রতিবেশীদের উদ্বেগও দূর করবে। আমি আত্মবিশ্বাসী, কয়েক দিনের মধ্যেই এ নিয়ে অগ্রগতির ঘোষণা আসবে।”

ট্রাম্পের পরিকল্পনার মূল দিকগুলো

কিছু প্রস্তাব ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে:

  • গাজায় আটক সব জিম্মির অবিলম্বে মুক্তি

  • স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা

  • হামাসের প্রভাবমুক্ত প্রশাসন গঠন

  • ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার

সিএনএন জানিয়েছে, বৈঠকে উপস্থিত মার্কিন ও মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা জানিয়েছেন— আরব নেতারা ট্রাম্পের প্রস্তাবে সমর্থন দিয়েছেন। তবে তারা আরও কিছু পয়েন্ট যোগের পরামর্শ দেন, যেমন: পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান অবস্থা বজায় রাখা, গাজায় অবাধ ত্রাণ প্রবেশ নিশ্চিত করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি।

একজন কূটনীতিক সিএনএনকে বলেন,
“এটি ছিল অসাধারণ এবং কার্যকর বৈঠক।”

জাতিসংঘ সম্মেলনের আবহে বৈঠক

উল্লেখ্য, সোমবার জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এক বৈশ্বিক সম্মেলন হয়। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে এই সম্মেলনের আবহেই ট্রাম্প আরব নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।

news