আন্তর্জাতিক নিন্দা আর সমালোচনা উপেক্ষা করে গাজায় দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সামরিক অভিযানের নামে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজার প্রতিটি কোণ যেন এখন মৃত্যুর মিছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত মোট ৬৬ হাজার ৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ১৬২ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
শুধু তাই নয়, যারা গাজা ছেড়ে পালানোর চেষ্টা করছেন, তারাও রেহাই পাচ্ছেন না ইসরায়েলি হামলা থেকে। যে পথগুলোকে “নিরাপদ” বলে ঘোষণা করেছিল ইসরায়েল, সেই পথেই চলছে নির্বিচারে গোলাবর্ষণ।
হামলায় নিহত এক শিশুর বাবা জানান, “আমাদের পরিবারের ওপর ইসরায়েলি আর্টিলারি শেল পড়ায় আমরা হতভম্ব হয়ে যাই। আমি ছয় মেয়ে ও এক ছেলের বাবা। আমার এক মেয়ে নিহত হয়েছে, অন্য দুই মেয়ে ও ছেলে গুরুতর আহত। আমরা মৃত্যু থেকে পালাতে গিয়ে মৃত্যুর দিকেই ছুটে যাচ্ছি, আরও হত্যার দিকে ছুটে যাচ্ছি।”
গাজার পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে। নারী, শিশু, বৃদ্ধ—কেউ নিরাপদ নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেখানে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, সেখানে ইসরায়েলি হামলা যেন আরও তীব্র হচ্ছে।


