ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসন’ যদি বাড়ে, তবে তিনি পুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করবেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন বাহিনীর ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর সোমবার এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি দেন মাদুরো।

তিনি বলেন, “আমেরিকান সাম্রাজ্য যদি ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায়, তবে আমাদের জনগণ ও দেশের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় জরুরি অবস্থা জারির পরামর্শ প্রক্রিয়া আমরা শুরু করেছি।”

এর আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন, মাদুরো ইতোমধ্যে একটি বিশেষ ডিক্রিতে সই করেছেন। যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা করলে সেই ডিক্রি তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে ‘অতিরিক্ত ক্ষমতা’ দেবে।

এই বিশেষ ক্ষমতার আওতায় মাদুরো চাইলে সারা দেশে সৈন্য মোতায়েন করতে পারবেন। এমনকি দেশের জনসেবা খাত ও তেল শিল্পের ওপরও সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে আটটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে, এটি মাদক পাচার ঠেকাতে তাদের কৌশলের অংশ। তবে বিশ্লেষকরা বলছেন, আসলে মাদুরোর ওপর চাপ তৈরির জন্যই এ সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এগুলো অবৈধ মাদক পরিবহন করছিল। এসব হামলায় অন্তত ১৭ ভেনেজুয়েলান নাগরিক নিহত হয়েছেন।

এই হামলার পর মাদুরো প্রশাসন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছে, দেশটির বিরুদ্ধে কার্যত একটি ‘অঘোষিত যুদ্ধ’ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই মাদুরো সরকার মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদী মনোভাবের অভিযোগ তুলে আসছে।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এখানেই থামতে চাইছে না। বরং তারা ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার পরিকল্পনাও করছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ—ভেনেজুয়েলা আন্তর্জাতিক মাদক পাচারে বড় ভূমিকা রাখছে। তবে মাদুরো এ দাবি সরাসরি নাকচ করেছেন। বরং তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলা চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক হোক “ঐতিহাসিক ও শান্তিপূর্ণ”।

news