চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি হঠাৎ করেই নেতৃত্বে বড় পরিবর্তন আনল। বিদেশি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিক বিভাগের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লিউ হাইক্সিং। মঙ্গলবার ৬২ বছর বয়সী এই কূটনীতিককে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।

লিউ হাইক্সিং এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা তত্ত্বাবধানকারী দলের শক্তিশালী কমিশনের সিনিয়র পরিচালকও ছিলেন। আশির দশকে প্যারিসে পড়াশোনা করেছিলেন তিনি। এবার তিনি দায়িত্ব নিচ্ছেন ৬১ বছর বয়সী লিউ জিয়ানচাওয়ের জায়গায়।

লিউ জিয়ানচাও গত দুই মাস ধরে জনসমক্ষে দেখা যাচ্ছেন না। তিনি আসলে কোথায় আছেন, তা এখনো স্পষ্ট নয়। রয়টার্সের একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া সফর শেষে গত ৩০ জুলাই দেশে ফেরার পর থেকেই তাকে আটক করা হয়েছে।

এদিকে, লিউ জিয়ানচাও সম্পর্কে তথ্য জানতে চাইলে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ কোনো মন্তব্য করেনি।

এই অপ্রত্যাশিত পরিবর্তন চীনের রাজনৈতিক মহলে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন এর সঙ্গে জড়িত থাকতে পারে।


 

news