মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-র সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা-কে দেশটির সেনা আদালত মৃত্যুদণ্ড** দিয়েছে। বুধবার (১ অক্টোবর) ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
কাবিলার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিলেন এবংকঙ্গোর বিস্তীর্ণ অঞ্চল দখল করা এম২৩ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করেছিলেন। এই গোষ্ঠী মূলত রুয়ান্ডার সহায়তায় তৈরি করা হয়েছিল।
ডিআর কঙ্গোর বিভিন্ন অঞ্চলে এম২৩-এর কার্যক্রম চলতে থাকায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। দেশের অভ্যন্তরীন সংঘর্ষ ও শাসক ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই এখন নিয়মিত ঘটনা। কাবিলার এই মৃত্যুদণ্ড প্রক্রিয়া দেশটিতে নতুন বিতর্ক ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


