ভারতের দার্জিলিংয়ে এক রাতের ভারী বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন এই তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায় মারা গেছেন আরও চার জন। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিকিম ও কালিম্পঙের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া বর্ষণে তিস্তার পানি বেড়ে জাতীয় সড়কে প্রবল সমস্যা তৈরি করেছে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল দূরে ভালুখোলায় তিস্তার পানি উঠে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। রাতে মিরিক এবং দুধিয়ার মধ্যে লোহার সেতুর একাংশ ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগও বন্ধ হয়েছে। এমনকি দার্জিলিং শহরের সঙ্গে যোগাযোগও বিঘ্নিত হয়েছে, যা বিরল ঘটনা।
মিরিকের অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) জানিয়েছেন, “মিরিকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে আরও দুটি দেহ উদ্ধার করা হয়েছিল। সুখিয়ায় আরও চারজনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধারকাজ চলছে। আবহাওয়ার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। রোহিণী রোড পুরো বন্ধ। দিলারামের দিকেও যোগাযোগ বন্ধ। মিরিকে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চলছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দিলারামের কাছে রাস্তায় ধস নেমেছে, যার ফলে দার্জিলিংয়ে যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ। কালিম্পং ও সিকিমের দিকে যাওয়ার রাস্তা পুরো বন্ধ।
শনিবার রাতের বৃষ্টিতে রোহিণী রোডের অবস্থা করুণ; রাস্তার একাংশ ধসে নদীর দিকে নেমে গেছে। জিটিএ রবিবার সকালে একটি দুর্যোগ নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, পর্যটকদের জন্য আপাতত রক গার্ডেন এবং টাইগার হিল বন্ধ। সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


