আফগান ইস্যুতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান: বিলাওয়াল

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আফগান ইস্যুতে তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এর মধ্যে রয়েছে শরণার্থী ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক নানা কৌশল।

আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমী কোমির সঙ্গে গতকাল (শুক্রবার) এক বৈঠকে বিলাওয়াল ভুট্টো বলেন, পাকিস্তান শান্তিপূর্ণভাবে আফগান সংকটের সমাধান ও উন্নতি চায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানিয়েছে।

ইরানি বিশেষ দূতের সঙ্গে বৈঠকের সময় বিলাওয়াল ভুট্টো আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পের সময় পাকিস্তানের ত্রাণ সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই শান্তির জন্য আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাস্তবভিত্তিক ও গঠনমূলক আলোচনা অব্যাহত রাখা খুবই জরুরি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারেও পাক পররাষ্ট্রমন্ত্রী গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ইরানের বিশেষ প্রতিনিধি পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিপক্ষীয় সম্পর্ককে তেহরান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আফগানিস্তানে পাকিস্তানের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি।

ইরান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠকে কাজেমি কোমি আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করেন এবং এজন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় দুই কূটনীতিক আঞ্চলিক বাণিজ্য এবং কানেক্টিভিটির উদ্যোগ নিয়েও কথা বলেন।খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news