আরো শত্রু দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া

রাশিয়া আরো শত্রু দেশের তালিকা প্রকাশ করেছে। আজ (শুক্রবার) প্রকাশিত ওই তালিকায় রয়েছে গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভাকিয়া।  

এক বিবৃতিতে মস্কো বলেছে, বিদেশে রাশিয়ার কূটনৈতিক ও কন্স্যুলার মিশনগুলোর বিরুদ্ধে এসব দেশ শত্রুতামূলক তৎপরতায় জড়িত রয়েছে। শত্রুদেশের তালিকা প্রকাশ করার ফলে রাশিয়ায় অবস্থিত এসব দেশের দূতাবাস, কন্স্যুলেট ও প্রতিনিধিত্বমূলক কার্যালয়ে রুশ নাগরিক নিয়োগ নিষিদ্ধ করার মতো সর্বোচ্চ পর্যায়ের পদক্ষেপ নিতে পারে।

মস্কো বলেছে, গ্রিস ৩৪ জন, ডেনমার্ক ২০ জন এবং স্লোভাকিয়া ১৬ জন রুশ কর্মী নিয়োগ দিতে পারবে তবে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া রাশিয়ার কোনো নাগরিককে নিয়োগ দিতে পারবে না। ২০২১ সালের মে মাসে আমেরিকা ও চেক প্রজাতন্ত্রের ওপর একই সীমাবদ্ধতা আরোপ করে রাশিয়া।   

রুশ সরকার জানিয়েছে, এই তালিকা এখানেই শেষ হবে -এমন কথা নেই বরং তা আরো বাড়তে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিভিন্ন দেশের শত্রুতামূলক নীতির ভিত্তিতে মস্কো এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।খবর  পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news