ইউক্রেন যুদ্ধে আমেরিকার আরো দুই নাগরিক নিহত হয়েছে

মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, পূর্ব ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক নিহত হয়েছে। গতকাল (শনিবার) পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের দোনবাস এলাকায় যখন রাশিয়ার বাহিনী তাদের হামলা জোরদার করে তখন আমেরিকা দুই নাগরিক নিহত হয়।

মার্কিন পত্রিকা ‘দ্যা হিল’ এ বিষয়ে যোগাযোগ করলে ইমেইলের মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে যে, নিহত নাগরিকদের পরিবারের সঙ্গে পররাষ্ট্র দপ্তর নিয়মিত যোগাযোগ রাখছে এবং এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর শেষে বলেছে, “এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া আমাদের আর করণীয় কিছু নেই।”

এই বিবৃতি এমন দিন প্রকাশ করা হলো যেদিন খবর বেরিয়েছে যে, রাশিয়া কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হমলা চালিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এবং এ পর্যন্ত আমেরিকার বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছে যার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্য রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বারবার ইউক্রেন যুদ্ধে না জড়ানোর জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news