মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের এপ্রিলে চীন যাবেন – আর তার কিছুদিন পর চীনা নেতা শি জিনপিং আসবেন যুক্তরাষ্ট্রে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসানে শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই প্ল্যান ঘোষণা করলেন ট্রাম্প।

প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, “আমরা (ট্রাম্প আর শি) একমত হয়েছি – আমি এপ্রিলে চীন যাব, তারপর কিছুদিন পরেই তিনি এখানে আসবেন – ফ্লোরিডা, পাম বিচ বা ওয়াশিংটন যেখানেই হোক।”
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বললেন, বুসানে চীনা নেতার সঙ্গে
 আলোচনা “দুটো অত্যন্ত বড়, শক্তিশালী দেশের জন্য দারুণ বৈঠক ছিল।” তিনি যোগ করলেন, “একটা বড়, শক্তিশালী দেশের সঙ্গে আমাদের এভাবেই চলা উচিত।”

শি জিনপিং আর ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলেছে ১ ঘণ্টা ৪০ মিনিট। বৈঠকের শুরুতে শি মার্কিন-চীন সম্পর্কের অব্যাহত অগ্রগতির আহ্বান জানান। তিনি জোর দিয়ে বললেন, চীনা আর মার্কিন আলোচকরা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক বিরোধ সমাধানের জন্য একটা মৌলিক চুক্তিতে পৌঁছেছেন।
এই সাক্ষাতের আগে ট্রাম্প আর শি জিনপিং শেষবার দেখা করেছিলেন ২০১৯ সালে ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে।

 

news