ইয়েমেনে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই! বুধবার (৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলার বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবরটি জানিয়েছে মেহের নিউজ।
সা’দা প্রদেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সৌদি আরব রাজিহ সীমান্ত অঞ্চলের নাগরিক বসতিগুলোর ওপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হতাহতের তথ্য এখনও অস্পষ্ট
এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় বাসিন্দারা নতুন করে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে দীর্ঘদিনের এই সংঘাতের জেরে প্রায়শই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এমন হামলার ঘটনা ঘটে, যার প্রধান শিকার হন সাধারণ নাগরিকরা।
