ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে ফের আশার সুর শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক টানাপোড়েন পেরিয়ে দুই দেশের সম্পর্ক আবারও মজবুত হচ্ছে—এমন ইঙ্গিতই দিলেন তিনি। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানালেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, আর এ সিদ্ধান্তের জন্য তিনি প্রশংসা করলেন তাঁর ‘বন্ধু’ নরেন্দ্র মোদিকে।

ট্রাম্প আরও জানান, মোদির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।

“মোদি তো রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করে দিয়েছে। ও আমার বন্ধু, মাঝেমধ্যেই কথা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসাধারণ মানুষ। উনি চান আমি যেন ভারতে যাই,”
বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি আগামী বছর ভারতে দেখা যাবে ট্রাম্পকে? হেসে তিনি উত্তর দেন,

এই মন্তব্যের আগে, মাত্র দশ দিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন,

“ভারতের সঙ্গে আমি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। মোদির প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তাঁর নেতৃত্বে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে।”

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও জানিয়েছেন, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আশাবাদী। নয়াদিল্লিও এই চুক্তি নিয়ে আগ্রহী বলে নিশ্চিত করেছে। যদিও বহু আলোচনার পরও এখনো চুক্তিটি স্বাক্ষরিত হয়নি।

রুশ তেল নিয়ে ট্রাম্পের মন্তব্য

মাসখানেক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যদিও ভারতের পক্ষ থেকে সে দাবি অস্বীকার করা হয়।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের সবচেয়ে বড় রুশ তেল আমদানিকারক রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে। এমনকি, যদি প্রবণতা অব্যাহত থাকে, তাহলে রুশ তেল আমদানি পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে। সরকার নিয়ন্ত্রিত কিছু রিফাইনারিও একই পথে হাঁটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই প্রেক্ষিতেই ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ভারতকে নিয়ে তাঁর ইতিবাচক মনোভাব আবারও স্পষ্ট হলো।

 

news