রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। আর এই ঘোষণার পরপরই তাঁকে ‘শয়তান মহিলা’ বলে মন্তব্য করে হুলস্থুল বাধালেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ থেকে এবার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পেলোসি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ২০২৭ সালে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

কিন্তু এই শ্রদ্ধাজ্ঞাপক মুহূর্তেও রক্ষণশীল নেতা ট্রাম্প তাঁর বিরোধিতা থেকে সরে আসেননি। তিনি সরাসরি পেলোসিকে ‘শয়তান মহিলা’ আখ্যা দিয়ে বিতর্কিত এক মন্তব্য করে ফেলেছেন। যদিও দীর্ঘ রাজনৈতিক জীবনে পেলোসি ট্রাম্পের কট্টর বিরোধী হিসেবেই বেশি পরিচিত।

এই মন্তব্য ট্রাম্পের সেই ধারাবাহিকতারই অংশ, যেখানে তিনি প্রায়ই তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য কঠোর ও বিতর্কিত শব্দ ব্যবহার করেন। পেলোসির বিদায়ের ঘোষণা এবং ট্রাম্পের এই প্রতিক্রিয়া মার্কিন রাজনীতির সেই তীব্র বিভাজনেরই ছবি তুলে ধরে, যা আগামী প্রেসিডেন্ট নির্বাচনকেও প্রভাবিত করতে পারে।

 

news