“আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না। পৃথিবীর সবাই হয়তো তাকে ভয় পায়, কিন্তু আমি না,”—এক আত্মবিশ্বাসী কণ্ঠে এমন মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, যুক্তরাষ্ট্র কোনো শত্রু নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু।

মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উঠে আসে জেলেনস্কির এই বক্তব্য।

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, গত অক্টোবরে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল “স্বাভাবিক, ব্যবসায়িক এবং গঠনমূলক”।

তিনি হেসে বলেন, “তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি—এটা আমি নিশ্চিত!” এরপরই যোগ করেন, “বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা চাহিদা এবং কীভাবে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করা যায়, সে বিষয়েই আলোচনা করেছি।”

জেলেনস্কি আরও জানান, তিনি আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক দীর্ঘদিনের—যা শুধুমাত্র কৌশলগত নয়, বরং বন্ধুত্বের বন্ধনে গড়া। “এই সম্পর্ক হয়তো আরও বহু দশক বা শতাব্দী টিকে থাকবে,” বলেন তিনি।

আলোচনায় উঠে আসে ব্রিটেনের রাজা চার্লসের প্রসঙ্গও। জেলেনস্কি বলেন, “রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প তাকে অত্যন্ত সম্মান করেন এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে দেখেন।”

সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে তারা ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা নিয়েছেন। পাশাপাশি, ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম কিছু সময়ের জন্য ইউক্রেনকে ধার দেয়।

জেলেনস্কির স্পষ্ট বার্তা—বন্ধুত্বের রাজনীতিতে ভয় নয়, আস্থা ও কৌশলই আসল শক্তি।

 

news