পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে শহর। মঙ্গলবার (তারিখ উল্লেখ নেই) জেলা আদালতের প্রবেশপথের কাছে ঘটে এই বিস্ফোরণ, যেখানে সাধারণত মামলাকারী ও আইনজীবীদের ভিড় থাকে। এতে অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
একজন পুলিশ মুখপাত্র বলেন, “আমরা এখনো নিশ্চিত নই, এটি কী ধরনের বিস্ফোরণ ছিল। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানানো হবে।”
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আদালতের সামনে রক্তাক্ত মানুষ ও ক্ষতিগ্রস্ত গাড়ি পড়ে আছে। পুলিশের একটি ভ্যানের পাশেই বেশ কয়েকজন আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক জানান, “আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে ঢুকছিলাম, ঠিক তখনই গেটের দিক থেকে ভয়ংকর বিস্ফোরণের শব্দ শুনি। মুহূর্তের মধ্যে মানুষ ছুটতে শুরু করে, চারপাশে ধোঁয়া আর আগুন।”
তিনি আরও বলেন, “পুরো এলাকা বিশৃঙ্খলায় ভরে যায়। আইনজীবী ও মামলাকারীরা আতঙ্কে দৌড়াদৌড়ি করছিলেন। আমি নিজ চোখে গেটের কাছে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখি, এবং কয়েকটি গাড়ি তখনও জ্বলছিল।”
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাস্থলে সন্ত্রাসবিরোধী ইউনিট ও বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইসলামাবাদের এ ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। প্রশাসন আদালত এলাকার আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
