জাতিসংঘ ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোলে জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যা করা হবে—এমন প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরাইলের চরমপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির।
তিনি বলেন, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব অনুমোদন করে, তাহলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উচিত হবে পিএ কর্মকর্তাদের হত্যা এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া।
ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার নেসেটে এক সংবাদ সম্মেলনে বেন-গভির আরও বলেন, “যদি তারা এই ‘ফেক’ রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যদি জাতিসংঘ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়—তাহলে আপনাকে পিএ-র শীর্ষ কর্মকর্তাদের হত্যা করার নির্দেশ দিতে হবে। যারা আমার দৃষ্টিতে প্রতিটি দিক থেকেই সন্ত্রাসী। আর আপনাকে আব্বাসকেও গ্রেপ্তার করতে হবে।”
কিন্তু বেন-গভিরের এমন তীব্র মন্তব্যের কয়েক ঘণ্টা পরই ওয়াশিংটনের আনা প্রস্তাবটি ১৩ সদস্যের সংস্থা অনুমোদন করে। এই প্রস্তাব ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানায়—যার মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন এবং গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। এটি গত মাসে দুই বছরের যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেন-গভিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ধরনের পদ্ধতিগত উসকানি এমন এক রাজনৈতিক মানসিকতা দেখায় যা শান্তিকে প্রত্যাখ্যান করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। তারা বিশ্ব সম্প্রদায়কে এই উস্কানি থামাতে জরুরি ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে—বিশেষ করে শাসন কৌশল হিসেবে সন্ত্রাসী ভাষা ও উসকানি ব্যবহারের বিরুদ্ধে।
এর আগেও ইসরাইলের রাজনীতিবিদরা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে আসছেন।
