চিনের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে—এক নয়, পুরো ১.২৭ লক্ষ বিটকয়েন নাকি হাতিয়ে নিয়েছে আমেরিকা! বাজারমূল্য হিসেবে যার দাম প্রায় ১,৪০০ কোটি ডলার। পাঁচ বছর আগের সেই ঘটনাটি এখন প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, পুল মাইনিংয়ের সময় বেজিংভিত্তিক ক্রিপ্টো সংস্থা ‘লুবিয়ান’-এর হট ওয়ালেট থেকেই অদৃশ্য হয়ে যায় সেই বিপুল পরিমাণ বিটকয়েন।
‘অতি চালাকের গলায় দড়ি’—চিনের পরিস্থিতি যেন সেই প্রবাদই মনে করিয়ে দিচ্ছে। অভিযোগ, বহু দেশজুড়ে হ্যাকিং আর গুপ্তচরবৃত্তিতে যাদের নামডাক, সেই বেজিং–এরই পকেট নাকি এবার কেটে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ১,৪০০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টো সম্পদ হারিয়ে ক্ষুব্ধ চিন সরকার ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে টাকা ফেরতের দাবি তুলেছে। কূটনৈতিক ক্ষেত্রে শুরু হয়েছে টানটান উত্তেজনা।
চিনের দাবি—এ ঘটনার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ‘কারসাজি’। তবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া খুবই স্পষ্ট—মান্দারিনভাষীদের এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসন।
