পেলোসির তাইপে সফর: পরিকল্পিত সামরিক অভিযানের হুমকি চীনের

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে ‘পরিকল্পিত সামরিক অভিযানের’ হুমকি দিয়েছে চীনা সেনাবাহিনী।চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে এবং ওয়াশিংটন-বেইজিং উত্তেজনায় ঘি ঢেলে দিয়ে পেলোসি মঙ্গলবার তাইপে সফরে যাওয়ার পর চীনা সেনাবাহিনী এ হুমকি দিল।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওউ কিয়ান বলেছেন, চীনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের জবাব দিতে ‘পরিকল্পিত সামরিক অভিযান’ চালানো হবে। কিয়ান এক বিবৃতিতে বলেন, “চীনা সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এটি ধারাবাহিক অভিযান চালাবে।” তবে চীনা সামরিক বাহিনী কোথায় এবং কখন সামরিক অভিযান চালাবে তা স্পষ্ট করেনি।

ন্যানসি পেলোসি সোমবার পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফরের ঘোষণা দিয়ে ওয়াশিংটন ত্যাগ করেন। তবে সফর শুরু করার আগে তিনি তাইওয়ানে যাবেন কিনা তা স্পষ্ট করেননি।বেইজিং আগে থেকেই এ ধরনের সফরকে ‘উসকানিমূলক’ আখ্যায়িত করে তা থেকে বিরত থাকার জন্য পদ্স্থ মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।

বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু গোটা বিশ্বের ওপর আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর সাম্রাজ্যবাদী আমেরিকা চীনের সামরিক শক্তিমত্তা মেনে নিতে পারছে না। এ কারণে, চীনকে দমনের কৌশল হিসেবে ওয়াশিংটন তাইওয়ানকে বেইজিং-এর শাসন থেকে বিচ্ছিন্ন করার কাজে মদদ যোগাচ্ছে।।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news