যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোকোয়া শহরে যেন সিনেমার দৃশ্য বাস্তবে নেমে এলো। ট্রাফিক চলছে পুরোদমে – হঠাৎ আকাশ থেকে একটা ছোট বিমান ধপ করে পড়ল চলন্ত গাড়ির ওপর! কিন্তু অবিশ্বাস্য ব্যাপার – গাড়ির চালক, বিমানের পাইলট আর যাত্রী – তিনজনই বেঁচে গেলেন!

স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে আই-১৯ মহাসড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। দুর্ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় – লাখ লাখ মানুষ দেখছে আর অবাক হচ্ছে!

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, বিমানের ইঞ্জিনে হঠাৎ সমস্যা দেখা দেয়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। তিনি মহাসড়কের পাশে ফাঁকা ঝোপের জায়গা লক্ষ্য করেছিলেন, কিন্তু ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আর পৌঁছাতে পারেননি। ফলে বিমানটা সোজা সড়কে চলন্ত টয়োটা ক্যামরি গাড়ির ওপর আছড়ে পড়ে। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছরের এক মহিলা।

আশ্চর্যের ব্যাপার, দুর্ঘটনা এত ভয়ংকর হলেও কেউ মারা যাননি! গাড়ির চালক মহিলা সামান্য আহত। আর বিমানে থাকা দুই যুবক – পাইলট ও যাত্রী, দুজনেরই বয়স ২৭ – তারা প্রায় অক্ষত!

তিনজনকেই দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কোকোয়া শহরের মানুষ এখানেক শক আর উত্তেজনায় রয়েছেন – এমন অলৌকিক বেঁচে যাওয়া কম দেখা যায়!

 

news