দক্ষিণ আফ্রিকায় আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জোহানেসবার্গের উপকণ্ঠে অজ্ঞাত বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। চলতি মাসে এটি দেশটিতে দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল এলাকার একটি টাউনশিপে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

গাউতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, বেকার্সডালের একটি মদের দোকানের আশপাশে এই গুলির ঘটনা ঘটে। এলাকাটি দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্বর্ণখনির কাছাকাছি অবস্থিত একটি দরিদ্র এলাকা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এর আগে, চলতি মাসের ৬ ডিসেম্বর প্রিটোরিয়া-র কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জন নিহত হন। পুলিশের তথ্য অনুযায়ী, ওই হোস্টেলে অবৈধভাবে মদ বিক্রি করা হতো। অন্তত তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে মদ্যপানরত লোকদের ওপর নির্বিচারে গুলি চালায়। ওই ঘটনায় আরও অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হন।

দক্ষিণ আফ্রিকায় বন্দুক সহিংসতার হার ক্রমেই বেড়ে চলেছে এবং সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এখন চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

 

news