লেবাননের দক্ষিণে সিডন এলাকায় এক বিমান হামলায় হিজবুল্লাহর তিন শীর্ষ সদস্য নিহত হয়েছেন। এই হামলার দায়িত্ব নিজেদের বলে সরাসরি দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করে।
ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, সিডনে সংঘটিত তাদের এক লক্ষ্যভিত্তিক অপারেশনে হিজবুল্লাহর তিন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন লেবাননের একটি গোয়েন্দা সংস্থার সাথেও যুক্ত ছিলেন বলে ইসরাইলের দাবি।
এখনও পর্যন্ত হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে এই হামলা ও নিহতদের বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ সিডন এলাকায় বিমান হামলা ও মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে।
যুদ্ধবিরতি ভেঙে উত্তেজনা আবারও
গাজায় হামাসের প্রতি সংহতি জানিয়ে গত বছর অক্টোবরে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে নিয়মিত গোলাবর্ষণ ও সীমান্ত সংঘর্ষ চলছে, যাতে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।
২০২৪ সালের নভেম্বরে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হিজবুল্লাহ। কিন্তু শান্তি স্থায়ী হয়নি। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তাদের একের পর এক হামলায় এ পর্যন্ত চার হাজারেরও বেশি লেবানিজ নাগরিক নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।
সেনা প্রত্যাহারও অসম্পূর্ণ
ওই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, জানুয়ারি মাসের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণরূপে সরে যাওয়ার কথা ছিল। তারা আংশিকভাবে কিছু সেনা প্রত্যাহার করলেও, এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিতে তাদের সামরিক উপস্থিতি অব্যাহত রয়েছে। এই অবস্থায় সিডনে নতুন এই হামলা পুরো এলাকার নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চিয়তার মুখে ফেলে দিয়েছে।
