যুক্তরাজ্যে গ্রেফতার হয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলন ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে আয়োজিত একটা বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারের সময় গ্রেটা থুনবার্গের হাতে একটা প্ল্যাকার্ড ছিল। সেখানে লেখা ছিল, “আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।”
বিক্ষোভের আয়োজকদের দাবি, গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শুধু ওই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই পুলিশ তাকে আটক করেছে।

গ্রেটা থুনবার্গ অ্যাসপেন ইনসিওরেন্সের দফতরের বাইরে আয়োজিত একটা বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে জড়িত।

এর আগে চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে একটা আন্দোলনকারী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের দাবি, সংগঠনটি আইনভঙ্গকারী কর্মকাণ্ডে যুক্ত ছিল। এই নিষেধাজ্ঞার পর থেকে দেশটিতে শত শত মানুষ গ্রেফতার হয়েছেন। শুধু সংগঠনটির প্রতি সমর্থন জানানো কিংবা সংশ্লিষ্ট স্লোগান ও প্রতীক ব্যবহারের অভিযোগেও গ্রেফতার বাড়ছে।

 

news