প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকার সরাসরি যুক্তরাষ্ট্রের 'সিগনাল' বা নির্দেশের অপেক্ষায় আছে—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার এই বক্তব্য বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্র, এই ত্রিমুখী কূটনীতির মাঝে উত্তপ্ত রাজনৈতিক বিতর্কের সূচনা করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে সেলিম এই অভিযোগ তোলেন। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, "শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাকি ভারতে থাকবেন, সেই সিদ্ধান্তটাই নেবে মোদি সরকার। কিন্তু কেন তারা এ নিয়ে এখনও চুপ? আগে নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে নিয়মিত কথা বলতেন, এখন আর বলেন না। কারণ, ওয়াশিংটন থেকে তাকে বারণ করা হয়েছে।"

তিনি আরও যোগ করেন, "আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারা যুক্তরাষ্ট্রের 'সিগন্যাল' এর জন্য অপেক্ষা করছে।"

সিপিআইএমের এই শীর্ষ নেতার এমন সরাসরি ও স্পষ্ট বক্তব্য ভারতীয় রাজনৈতিক মহলে এবং কূটনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে আলোচনা ও বিশ্লেষণের সূত্রপাত করেছে। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক শক্তি সমীকরণকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

এখন পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে মোহাম্মদ সেলিমের এই বক্তব্যের উপর কোনো প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য আসেনি।

 

news