মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে শৈত্য প্রবাহ শুরু হয়েছে, এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে সামনের কয়েকদিন তাপমাত্রা শূন্যের নিচে নেমে যেতে পারে।

দেশটির আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি বা এনসিএম জানিয়েছে, শীতের এই প্রবাহ কমপক্ষে আগামী শনিবার পর্যন্ত স্থায়ী হতে পারে এবং তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস ১ ডিগ্রি পর্যন্ত পড়ে যেতে পারে।

এনসিএম-র মুখপাত্র হুসেইন আল কাহতানি জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে যেমন তাবুক, আল জৌফ, হাইল ও মদিনা-তে শীত আরও তীব্র হবে এবং রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশেও বছরের এ সময়ে এই মাত্রার শৈত্য বিরল।

তিনি বলেন, শৈত্য প্রবাহ দেশজুড়ে অন্তত এক সপ্তাহ ধরে থাকতে পারে, এবং এটি ধীরে ধীরে দক্ষিণ দিকে সম্প্রসারিত হবে। তাই জনগণকে শীতজনিত প্রস্তুতি নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সৌদি আরবে সাধারণত গ্রীষ্মপ্রধান আবহাওয়া থাকে, তাই এমন শীতের ঢেউ অসাধারণ ও বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

news