কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন বলেছেন, থাইল্যান্ডের সামরিক বাহিনী এখনও কম্বোডিয়ার সীমান্তের কিছু বেসামরিক এলাকা দখলে রেখেছে, এবং এই পরিস্থিতি সীমান্ত যুদ্ধবিরতিকে ঝুঁকির মধ্যে ফেলছে।
সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কয়েক সপ্তাহ আগে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু এর পরেও থাই সেনারা সীমান্তের কিছু এলাকায় কাঁটাতার, শিপিং কন্টেইনার ও ব্যারিকেড দিয়ে দখল চালিয়ে রেখেছেন।
কম্বোডিয়ার অভিযোগ, এসব দখলকৃত এলাকার কারণে প্রায় ৪ হাজার পরিবার এখনো তাদের ঘরে ফিরতে পারছে না। এর ফলে স্থানীয় মানুষদের জীবন ভরসাহীন এবং উদ্বেগজনক অবস্থায় আছে।
সীমান্তের কিছু গ্রাম ও এলাকা কম্বোডিয়ার ভিতরেই হওয়ায় বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। তবে থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতির পরও নিজেদের সৈন্যদের সেখানে রাখা হয়েছে শান্তি বজায় রাখার জন্য, এবং এটি “দখল” নয়।
