ইরানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপের মাঝে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছেন, এখনই সামরিক হামলা চালানো ঠিক হবে না, বরং ধীরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলি নেতারা বলেছেন, যদিও ইরানে বিক্ষোভ দিন দিন বাড়ছে এবং তা তীব্র আকার নিয়েছে, তথাপি দেশের ইসলামী সরকারের ক্ষমতা এখনো এতটাই দুর্বল হয়নি যে সামরিক হামলার মাধ্যমে তাকে সহজে পতিত করা সম্ভব হবে। তাদের মতে, সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করাই উত্তম হবে।
এই বৈঠকে ইসরাইলি নেতারা যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন, হঠাৎ হানায় না গিয়ে এমন পদক্ষেপ নেওয়া উচিত যা ইরানের সাধারণ জনগণ উপকৃত হবে এবং কর্তৃপক্ষের ওপর জনসমর্থন কমাবে, ফলে সরকার নিজের ভেতরের চাপেই দুর্বল হয়ে পড়বে।
একই সময়ে ধারণা আছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কিছু বাণিজ্য নীতিও নিয়েছে, যেমন কিছু দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা — এবং বলা হচ্ছে, সেটি ইসরায়েলের পরামর্শেই এসেছে।
তবে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হলে তখন ইসরায়েল সঙ্গী হয়ে যুদ্ধের সিদ্ধান্তের পক্ষেও থাকতে পারে।
এদিকে, কাতারসহ কিছু মধ্যপ্রাচ্যের দেশ বলেছে, ইরানে যেকোনো সামরিক অভিযান পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
