দ. কোরিয়ার প্রেসিডেন্টের যে কথায় খেপেছেন উ. কোরিয়ার নেতার বোন
দক্ষিণ কোরিয়ার এক প্রস্তাবে ভীষণ খেপেছে উত্তর কোরিয়া। এ অবস্থায় দক্ষিণ কোরিয়াকে মুখ বন্ধ রাখতে বলেছেন উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং।
পরমাণু অস্ত্র কর্মসূচি ছাড়লে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দেওয়ার প্রস্তাব উত্থাপনের পর এই প্রতিক্রিয়া দেখালেন কিম ইয়ো জং। তিনি বলেন, উত্তর কোরিয়া কখনই এ প্রস্তাব মেনে নেবে না।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল একটি পরিকল্পনার কথা জানিয়েছেন, যার অধীনে পিয়ংইয়ং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করলে তাদের পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই পরিকল্পনাকে দুঃসাহসী বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভাবমূর্তির জন্যই তার মুখটা বন্ধ রাখা ভালো। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে তিনি সরল আখ্যা দিয়ে তার বক্তব্যকে শিশুসুলভ হিসেবে অভিহিত করেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাম্প্রতিক প্রস্তাব দেশটির আগের প্রেসিডেন্টদের প্রস্তাবেরই ধারাবাহিকতা। এর আগেও নানাভাবে এ ধরণের কথা বলার চেষ্টা করেছে। ২০১৮ এবং ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের বৈঠকেও এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। তবে তা ব্যর্থ হয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে