সাম্রাজ্যবাদী দেশগুলোকে যারা মাটি-ঘাঁটি দিচ্ছে তাদের প্রতি ইরানের হুঁশিয়ারি

সাম্রাজ্যবাদীদের সহযোগী দেশগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি মাশহাদে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে বলেন, এই অঞ্চলে সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ ও উপস্থিতির ক্ষেত্র যারা সৃষ্টি করছে, যারা সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তাদের সীমানা, ঘাঁটি ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি।

তিনি আরও বলেন- প্রথমত: এ ধরণের অবন্ধুসুলভ ও উসকানিমূলক আচরণের কারণে সাম্রাজ্যবাদের সহযোগীরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত: আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হবে।

তাংগিসি বলেন, পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে। ইরান ইসলামি ঐক্যের নীতির আলোকে এসব দেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এবং তেহরান চায় সব আঞ্চলিক দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকুক।

ইহুদিবাদী ইসরাইলের অপতৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শিশু-ঘাতক শয়তানি শক্তি ইসরাইলের অশুভ উপস্থিতি মানেই জবরদখল, লুটতরাজ, সহিংসতা ও আগ্রাসন। এর বাইরে ভালো কোনো কিছুই ইসরাইলের সঙ্গে যায় না।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news