সমুদ্রসীমা নির্ধারণের সঙ্গে ইরান চুক্তির কোনো সম্পর্ক নেই: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সঙ্গে ইসরাইল-লেবানন বিরোধের কোনো সম্পর্ক নেই। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লেবাননের সমুদ্রসীমা নির্ধারণের বিরোধ আলাদাভাবে মীমাংসা করতে হবে।

তিনি শুক্রবার দক্ষিণ লেবাননের বেকা উপত্যকার জানতা এলাকায় একটি ট্যুরিস্ট স্পটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। এরপর দেয়া বক্তৃতায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইলের সঙ্গে পানিসীমা নির্ধারণ নিয়ে বিরোধে মার্কিন মধ্যস্থতাকারীরা লেবাননের দাবি মেনে না নিলে এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষরিত হোক বা না হোক, তা বিতর্কিত পানিসীমা ও গ্যাসক্ষেত্র নিয়ে বিরোধের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইসরাইলের সঙ্গে বিতর্কে লেবাননের অধিকার প্রতিষ্ঠা করতে হিজবুল্লাহ বদ্ধপরিকর।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে লেবাননের দাবি মেনে নেয়া না হলে উত্তেজনা আরো বাড়বে তাতে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি স্বাক্ষর হোক বা না হোক।” তিনি বলেন, সবার দৃষ্টি এখন মার্কিন মধ্যস্থতাকারীর দিকে যিনি সময়ক্ষেপণ করছেন। লেবাননের তেল সম্পদ ও সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে আগামী কয়েক দিন ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে তিনি মন্তব্য করেন।

লেবানন ও ইসরাইলের সমুদ্রসীমার কাছে তেল ও গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর ওই অঞ্চলে খননকাজ চালানো নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। গতমাসে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননকে তার ন্যায্য হিস্যা না দিলে ওই এলাকায় কোনো খননকাজ চালাতে দেয়া হবে না।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news