আইএইএ প্রধানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জেসিপিওএ পুনর্বহালের পথে প্রধান বাধা’

 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের ক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রধান বাধা।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্পর্কযুক্ত এই গণমাধ্যমটি এক বিশ্লেষণে বলেছে, রাফায়েল গ্রোসি হচ্ছেন ইসরাইলের একান্ত সহযোগী এবং তিনি ভিয়েনা সংলাপ চূড়ান্ত করার পথে প্রধান বাধা।

নূর নিউজ বলছে, যখন পশ্চিমা কর্মকর্তারা এবং গণমাধ্যমগুলো পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন তখন আইএইএ'র প্রধানের দৃষ্টিভঙ্গি এ ব্যাপারে প্রধান বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই অবস্থান ইহুদিবাদী ইসরাইল এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।

রাফায়েল গ্রোসির অবস্থান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির জন্য সবসময় বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলেও উল্লেখ করেছে নূরি নিউজ।খবর পার্স টুডে/এনবিএস/২০২২/একে

news