চীনা ড্রোনে গুলি; পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠতে পারে

 

প্রথমবারের মতো তাইওয়ান একটি চীনা ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে। স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের সামরিক কমান্ড এক বিবৃতিতে এ ঘটনা জানিয়েছে।

সামরিক কমান্ড বলেছে, মোট তিনটি “বেসামরিক ড্রোন” তাইওয়ানের কুইমোয় দ্বীপপুঞ্জের আকাশে তিনটি ভিন্ন অবস্থানের ওপর দিয়ে উড়েছে, যা কিনমেন নামেও পরিচিত। বারবার সতর্ক করার পরও ফুজিয়ান প্রদেশের মূল ভূখণ্ডের শহর জিয়ামেন থেকে মাত্র ৪ কিমি দূরে উপকূলীয় দ্বীপ এরদানের ওপর দিয়ে একটি ড্রোন আবার উড়ে যায়। তাইওয়ান সেনাবাহিনী তখন ফিরে আসা ড্রোনটিকে তাড়িয়ে দেয়ার জন্য গুলি চালায়, যা আন্তর্জাতিক আকাশসীমা ছেড়ে জিয়ামেনের দিকে উড়ে যাচ্ছিল।

ড্রোন লক্ষ্য করে গুলি চালানোর সিদ্ধান্ত নেন তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আকাশসীমার সুরক্ষার জন্য "প্রয়োজনীয় এবং শক্তিশালী পাল্টা ব্যবস্থা" গ্রহণ করবে তাইওয়ান। এর আগে চীনের যুদ্ধবিমানের টহলদারির জবাবে তাইওয়ান পালটা যুদ্ধবিমান পাঠিয়েছিল। কিন্তু গুলি চালিয়ে জবাব এই প্রথম।

চীনের আগ্রাসনকে তাইওয়ান কোনভাবে মেনে নেবে না তা এর মধ্যদিয়ে পরিষ্কার বুঝিয়ে দিল। যদিও চীন এই বিষয়ে এখনো মুখ খোলেনি। তবে চীনা ড্রোনের তাইওয়ানের ভূখণ্ডে চক্কর দেয়ার যে দাবি তা সোমবারই উড়িয়ে দিয়েছিল বেইজিং। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে এ এলাকায় উত্তেজনা চরমে উঠেছে। এ অবস্থায় চীনা ড্রোনে গুলি করার ঘটনা থেকে পরিস্থিতি আরো বেশি সংঘাতময় হয়ে উঠতে পারে বলে আশংকা রয়েছে।খবর পার্সটুডে /এনবিএস/ ২০২২/একে

news