ঘোড়াটিকে হত্যা করেছে নেকড়ে বাঘ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন ৩০ বছর বয়সী ঘোড়া ‘ডলি’কে হত্যা করেছে নেকড়ে বাঘ। ভন্ডার লিয়েনের নিজের এলাকা জার্মানির হ্যানোভারের বেইনহর্নে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় মেয়র অভিযোগ করেছেন, পরিবেশ মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তার কারণে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে,  মানুষ এবং গবাদি পশুর কাছাকাছি চলে আসা নেকড়ে বাঘকে হত্যার অনুমতির জন্য প্রয়োজনীয় আইন সংস্কার করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী।

ভন্ডার লিয়েনের মুখপাত্র জানিয়েছেন, নেকড়ে ঘোড়াটিকে হত্যা করার খবরে ভন্ডার লিয়েনের পুরো পরিবার চরমভাবে হতাশ হয়েছে। আস্তাবলে ঘোড়া হত্যার ঘটনাটি ভন্ডার লিয়েনের স্বামী সকালবেলা জানতে পারেন।

আস্তাবলের বেশ কয়েক জায়গায় রক্ত জমাট বেধে রয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে, ঘোড়াটির যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে। তবে কীভাবে ঘোড়াটির মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জার্মানির কৃষি মন্ত্রণালয় খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news