ইহুদিবাদী ইসরাইলকে মূল্য পরিশোধ করতে হবে: সিরিয়ার হুঁশিয়ারি

 

সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলার পুনরাবৃত্তি করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

দখলদার ইসরাইল বুধবার রাজধানী দামেস্কের উপকণ্ঠে এবং পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন মিকদাদ। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল একটি বড় ধরনের যুদ্ধের ঝুঁকি নিচ্ছে কারণ, তেল আবিবের আগ্রাসী তৎপরতার ব্যাপারে দামেস্ক চিরকাল নীরব থাকবে না।

ফয়সাল মিকদাদ বলেন, “ইসরাইল আগুন নিয়ে খেলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক পরিস্থিতিকে একটি বিস্ফোরন্মুখ অবস্থায় নিয়ে যাচ্ছে।” তিনি আরো বলেন, “ইসরাইলের পুনরাবৃত্তিমূলক হামলার ব্যাপারে সিরিয়া চিরকাল নীরব থাকবে না এবং ইসরাইলিদেরকে আজ হোক অথবা কাল এর মূল্য পরিশোধ করতে হবে।”

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে বারবার আগ্রাসন চালিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার কাজে ইসরাইলকে উৎসাহ দেয়ার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর দায় কম নয়।তিনি তেল আবিবকে অন্ধভাবে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news