আফগানদের অন-লাইন শিক্ষা সেবা দেয়ার মার্কিন সিদ্ধান্ত! গরু মেরে জুতা দান!

 

মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতের টেকসই উন্নয়ন বিষয়ক কর্মসূচির প্রধান রন ম্যাক ক্যামন আফগান শিশু ও যুব সমাজের জন্য অন-লাইন শিক্ষা কর্মসূচি পরিচালনা করতে তার দেশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।  

আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির মার্কিন সরকারের এই সিদ্ধান্তের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে খবর এসেছে!

আফগান বিষয়ক বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা তালেবান শিক্ষামন্ত্রীর এই খোশহাল ও কৃতজ্ঞতার ঘটনায় বিস্মিত হয়েছেন। দৃশ্যত দু-পক্ষই পরস্পরের ও আফগান জনগণের মন জয় করতে প্রদর্শনীমূলক কিছু পদক্ষেপ নেয়া শুরু করেছেন।  

মার্কিন কর্মকর্তারা খুব ভালো করেই জানেন যে আফগান জনগণ ওয়াশিংটনের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আছেন। কারণ আফগানরা মনে করেন আফগানিস্তানের সব সংকটের জন্য বিগত ২০ বছরের মার্কিন দখলদারিত্ব, তাদের অপরাধযজ্ঞ ও সামরিক উপস্থিতিই দায়ি। আর এ জন্যই আফগান সন্তানদের লেখাপড়া শেখানোর কর্মসূচি নিয়ে মার্কিন সরকার তার এই কলঙ্কিত ইমেজকে উজ্জ্বল করতে চায় এবং মার্কিন সরকারকে আফগান নতুন প্রজন্মের  কাছে ত্রাণকর্তা হিসেবে তুলে ধরতে চায়।  

মৌলভি সুবাহান আল্লাহ নামের একজন আফগান এ বিষয়ে বলেছেন, মার্কিন সরকার আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয় সত্ত্বেও এখনও আফগান জনগণকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করছে এবং নানা অপরাধ অব্যাহত রেখেছে। মার্কিন শাসকগোষ্ঠী আফগান জনগণের সার্বভৌমত্বের প্রতিও বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়। 

তালেবানও আফগান শিশু ও যুব প্রজন্মকে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা সেবা দেয়ার মার্কিন সিদ্ধান্তের প্রতি উল্লসিত ভাব দেখিয়ে আবারও মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ার চেষ্টা করছে। কারণ তালেবান কর্তৃপক্ষ ভালো করেই জানে যে আফগান শিশু ও যুব প্রজন্মকে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা সেবা দেয়ার মত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ও অর্থের যোগান দেয়া তাদের পক্ষে সম্ভব নয় এবং মার্কিন সরকারের এই সিদ্ধান্ত আফগান জনগণকে ধোঁকা দেয়ার প্রচেষ্টা তথা গরু মেরে জুতা দানের মত উপহাস ছাড়া অন্য কিছু নয়।    

তালেবানরা এমনিতেই আফগান মেয়েদের পড়াশুনার ব্যাপারে স্পর্শকাতর এবং তারা আফগানদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করাকে গুরুত্ব দেন। তাই তালেবানদের পক্ষ থেকে মার্কিন ওই প্রস্তাব মেনে নেয়ার বা স্বাগত জানানোর বিষয়টি অবিশ্বাস্য ব্যাপার!

এ বিষয়ে মৌলভি সাইয়্যেদ আকবার বলেছেন, আফগান জনগণের প্রতি কাফের শক্তিগুলোর কোনো অঙ্গীকার নেই! তা না হলে তারা কখনও আফগান জনগণের অর্থ আটক করতো না। আফগান জনগণের উচিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে মার্কিন সরকারের জুলুমের বিষয়ে বিচারের দাবি তোলা। 

এটা স্পষ্ট মার্কিন সরকার গত দুই দশকে আফগানিস্তানের শিক্ষা কাঠামোর উন্নয়নের জন্য কোনো পদক্ষেপই নেয়নি! তালেবান সরকার ও তার শিক্ষা-ব্যবস্থার বিরোধিতায় অভ্যস্ত  মার্কিন সরকার আফগানিস্তানের জনগণের প্রতি দরদি- এমনটি কোনো আফগানরা কখনও বিশ্বাস করবে না গত বিশ বছরের মার্কিন অপরাধযজ্ঞগুলোর কারণে ! বরং তাদের দৃষ্টিতে এটা আফগান জনগণের প্রতি উপহাস এবং এ বিষয়ে তালেবানের খোশহাল হওয়ার বিষয়টি তাদেরকে বিস্ময়ে হতবাক করার মত বিষয়!খরব পার্সটুডে/ এনবিএস/২০২২/একে 

news