দামেস্ক বিমানবন্দরে আবার ইসরাইলের প্রাণঘাতী হামলা, ৫ সেনা নিহত

ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালিয়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার দিনগত রাত বারোটা ৪৫ মিনিটের দিকে এই হামলা চালানো হয়। সিরিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইহুদিবাদী হামলার বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এরপরেও ইসরাইলি হামলায় সিরিয়ার  পাঁচ সেনা নিহত এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো বিমানবন্দরের ওপর হামলা চালায়। সে সময় ভূমধ্যসাগরের আকাশ ব্যবহার করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইহুদিবাদী বাহিনী। ওই হামলায় আলেপ্পো বিমানবন্দর দৃশ্যত অকেজো হয়ে যায়।

২০১১ সাল থেকে সিরিয়ার সরকার বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে। যখন দেশটির সরকার প্রায় পুরো দেশ থেকে সন্ত্রাসী উৎখাত করার সফলতা অর্জন করতে যাচ্ছে তখন ইসরাইল এসব সন্ত্রাসী গোষ্ঠীকে সাহস যোগানোর জন্য ইসরইল সিরিয়ার ওপর নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news