অভিষেকের পিতৃ পরিচয় নিয়ে শুভেন্দু অধিকারীর প্রশ্ন: তীব্র ক্ষোভ প্রকাশ তৃণমূলের
   
ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র পিতৃ পরিচয় সম্পর্কে প্রশ্ন তোলায় বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এবং রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করেছেন।      

মন্ত্রী শশী পাঁজা আজ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন মায়ের সন্তান। তার পিতৃপরিচয় নিয়ে যে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, তাতে তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় মিলেছে। এর জবাব শুভেন্দুকেই দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘‘এ সব উক্তি পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে যায় না। নারীশক্তিকে অপমান করেছেন শুভেন্দু। একজন মা হিসেবে, একজন রাজনীতিক হিসেবে আমি শুভেন্দুর মন্তব্যে লজ্জিত!’   

অন্যদিকে, পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘যদি অমুক আমার শত্রু হয়, আমি তাকে নানাভাবে আক্রমণ করতে পারি। কিন্তু বাবা-মা, জন্মদাতা-জন্মদাত্রীকে নিয়ে প্রশ্ন! কিছু কুরুচিকর লোক ওই বক্তব্য শুনে হাততালি দিচ্ছে! এটা কোন কালচার? এটা বাংলা? এর নাম রাজনীতি? রাজনীতি করতে গেলে পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ সহ্য করতে হবে? এটা হয়? হতে পারে কখনও। আমরা এর তীব্র নিন্দা করছি।’  বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে ‘আমাদের সৌজন্যতাকে দুর্বলতা ভাববেন না’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
খবর পার্সটুৃডে/এনবিএস/২০২২/একে

news