২ সপ্তাহের মধ্যে ইরান তেলবাহী জাহাজ পাঠাবে লেবাননে: দূতাবাস

লেবাননে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস জানিয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তেহরান লেবাননে তেলবাহী জাহাজ পাঠাতে প্রস্তুত রয়েছে। লেবাননের মজুদ তেল ফুরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ইরান এই ঘোষণা দিল।

লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলকে ইরানের দূতাবাস জানিয়েছে, তেল ভর্তি জাহাজ প্রস্তুত রয়েছে এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তা বৈরুতের উদ্দেশ্যে রওনা দেবে।

আল-মানার টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে লেবাননের একটি প্রতিনিধিদল তেহরান সফর করেছে। এর মধ্যে বিশেষভাবে ইরান থেকে লেবাননের তেল নেয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়া, বিদ্যুতের চলমান সংকট দূর করার জন্য একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং জ্বালানিমন্ত্রী  ওয়ালিদ ফাইয়াজ ইরান থেকে জ্বালানি সংগ্রহের ব্যাপারে একমত হন। এরপর লেবানন থেকে জ্বালানি প্রতিনিধিদল তেহরান সফর করে। আরব এ দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দ্রুত সংস্কারের পরিকল্পনা থেকে ইরানি জ্বালানি নেয়ার চেষ্টা করছে। এ পরিকল্পনায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং লেবাননের ফ্রি পেট্রিয়টিক মুভমেন্টের নেতা জেবরান বাসিলের সমর্থন রয়েছে।

।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news