ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর এলোপাথাড়ি কাটারির কোপ! ক্যাশিয়ার গ্রেফতার


চন্দননগরের (Chandannagar) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (bank) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের (assistant manager) উপর কাটারি নিয়ে হামলা (attack) চালালেন ব্যাঙ্কেরই এক কর্মচারী। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিতা বোস। অভিযুক্তকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইউকো ব্যাঙ্কের চন্দননগর শাখায় বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ। অভিযুক্তের নাম বুদ্ধদেব মণ্ডল। তিনি ওই ব্যাঙ্কেরই ক্যাশিয়ার বলে জানা গেছে। এদিন বিকেলে ব্যাঙ্কের মধ্যেই আচমকা কাটারি নিয়ে অঙ্কিতার উপর চড়াও হন বুদ্ধদেব মণ্ডল। কাটারির আঘাতে তাঁর কান ও মাথার পিছনে কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে উন্নত চিকিৎসার জন্য ব্যারাকপুরের বাসিন্দা অঙ্কিতার বাড়ির লোক তাঁকে কলকাতায় নিয়ে যাবেন বলেই সূত্রের খবর।
অঙ্কিতার এক সহকর্মী জানিয়েছেন, এদিন ব্যাঙ্কে ঢোকার সময়েই অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডলের কাছে একটি কাটারি দেখেছিলেন তিনি। যদিও কী কারণে বুদ্ধদেব এমন কাজ করলেন, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কেউই। কাজের ব্যাপারে পুরনো কোনও রাগ থেকেই বুদ্ধদেব এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছেন সহকর্মীরা। সূত্রের খবর, কাজের চাপ নিয়ে অঙ্কিতার সঙ্গে বিবাদ ছিল বুদ্ধদেবের। এই ঘটনার পিছনে সেই কারণই রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডলকে। পুলিশকে তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁকে অতিরিক্ত কাজ করার জন্য চাপ দিচ্ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিতা বোস। সেই রাগেই তিনি অঙ্কিতার উপরে হামলা চালিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news