বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া নেতা কিম জং উনকে পাঠানো বার্তায় বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পিয়ংইয়ংয়ের সঙ্গে সহযোগিতা মূলক কাজ করতে চায় বেইজিং।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ (শনিবার) ওই বার্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির বার্ষিক সম্মেলনে শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন পাওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন কিম জং উন। ঐ চিঠির জবাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
উত্তর কোরিয়ার নেতাকে পাঠানো বার্তায় চীনা প্রেসিডেন্ট বলেছেন, কোরিয় উপদ্বীপ এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য উত্তর কোরিয়ার সঙ্গে চীন সহযোগিতা করতে প্রস্তুত।
শি জিনপিং বলেন, বিশ্ব,সময় এবং ইতিহাসের ক্ষেত্রে নজিরবিহীনভাবে পরিবর্তন আসছে এবং এসব পরিবর্তনে পিয়ংইয়ংয়ের সঙ্গে কাজ করতে সম্পূর্ণভাবে আগ্রহী বেইজিং।
অত্যন্ত ক্ষমতাশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক দিন পর চীনের পক্ষ থেকে এই বার্তা পাঠানো হলো। বলা হচ্ছে- গত কয়েক মাস ধরে পিয়ংইয়ং লাগাতারভাবে যেসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার মধ্যে সর্বশেষ এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অস্ত্র ছিল সবচেয়ে শক্তিশালী। গত ১৮ নভেম্বর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর পরপরই বলা হয়- উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র আমেরিকার যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে