‘কৃষ্ণ সাগরে পুতিনের পেট্রল বোট উড়িয়ে দিয়েছি’, দাবি ইউক্রেনের

 দীর্ঘ যুদ্ধে বিরাম নেই। ইউরোপের পশ্চিমপ্রান্ত জুড়ে এখনও দ্বন্দ্বে লিপ্ত রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War)। সোমবার সকালে কিভ থেকে দাবি করা হল রাশিয়ার দুটি পেট্রল বোট মাঝ সমুদ্রে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। সেই ভিডিও পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবার ইউক্রেনের ডিফেন্স মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ভোরবেলা স্নেক আইল্যান্ডের কাছে রাশিয়ার দুটি পেট্রল বোট ধ্বংস করা হয়েছে (Russia-Ukraine War)।

এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছে ইউক্রেন। তাতে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে ভাসতে থাকা একটা ছোট নৌকা তীব্র বিস্ফোরণে উড়ে গেল।

বস্তুত কৃষ্ণ সাগরের উপর এই স্নেক আইল্যান্ডের কাছেই যুদ্ধের শুরুতে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছিল পুতিনের বাহিনী। কিন্তু মাথা নত না করে এখানেই পুতিনকে পাল্টা জবাব দিয়েছিল ইউক্রেন। সেই থেকে এই স্নেক আইল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিস্পর্ধার প্রতীক হয়ে রয়েছে। আবার সেই একই জায়গায় রাশিয়ার দুটি পেট্রল বোট উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করল জেলেনস্কি প্রশাসন। ইউক্রেন জানিয়েছে ড্রোণের মাধ্যমে হামলা চালিয়ে এই সাফল্য পেয়েছে তারা।

যে বোট ধ্বংস করা হয়েছে সেই ধরনের পেট্রল বোট সাধারণত ৩ জন ক্রিউ মেম্বার সহ ২০ জনকে বহন করতে পারে। এই ধরনের বোটে থাকে মেশিন গানও। পুতিনের এমন দুটি বোট ধ্বংস করার বার্তা দিয়ে ইউক্রেন বোঝাতে চাইল যুদ্ধে তারা কোনও অংশে পিছিয়ে নেই।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news