মলদোভায় নাতালিয়ার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মলদোভার প্রেসিডেন্ট  মাইয়া সান্দু দেশতির প্রতিরক্ষা উপদেষ্টা ডরিন রিছিয়ান কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। নতুন সরকার গঠনের জন্য ১৫ দিনের মধ্যে আস্থা ভোটে জয়লাভ করতে হবে। এর আগে শুক্রবার নাতালিয়া গ্যব্রিলিতা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

রিছিয়ান ২১০ ও ২০১৫ সালে সরকারের অভ্যন্তরীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির সংসদে প্রেসিডেন্ট সান্দুর পার্টি অব একশন (পিএএস) সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দেশ পরিচালনা করছে। রিছিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থক।এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মলদোভাকে ২৭ জাতি ব্লকের অন্তর্ভূক্তির চেষ্টা করবেন তিনি।

সদ্য পদত্যাগকারী সরকার প্রধান নাতালিয়া ১৮ মাস প্রধানমন্ত্রী  হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের দেশটিতে ২.৫ মিলিয়ন লোক কারনে মুদ্রাস্ফীতির জন্য ভূগছে।

নাতালিয়া এক প্রতিক্রিয়ায় জানান, আমার পদত্যাগের এটিই উপযুক্ত সময়।ইউক্রেন যুদ্ধের কারনে একের অর এক ক্ষতির মাঝে আমরা পড়েছি।  এদিকে কিয়েভের সামরিক প্রধান জানান, শুক্রবার কৃষ্ণসাগরে বিশফোরণের আগে দুটি রুশ মিসাইল মলদোভার আকাশসীমা ব্যবহার করে বলে অভিযোগ করেন।

এনবিএস/ওডে/সি

news