‘গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।’
মঙ্গলবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানিয়ে বলেন, ‘ফ্যাসীবাদী শাসকের পতনের পর ভিন্ন মতের কারণে গাজীপুরে কারা হেফাজতে একজন তরুণ আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিন খোকন মৃত্যু খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না।’
তারা বলেন, এই ধরনের মব সৃষ্টি করে নৃশংস, অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম উদাসিনার নগ্ন বহিঃপ্রকাশ।’
নেতৃদ্বয় ‘মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে মাওলানা রইস উদ্দিন খোকনকে শারীরিকভাবে নির্যাতনের সাথে জড়িতসহ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে মাওলানা রইস উদ্দিন খোকনের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্ত পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।’
তারা বলেন, ‘ন্যায় বিচার প্রতিষ্টার স্বার্থেই যারা মব সৃষ্টি করে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে, নির্যাতন, নির্যাতন পরবর্তী চিকিৎসাহীন অবস্থায় থানায় আটকে রাখা এবং কারাগারে প্রেরণের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে। মনে রাখতে হবে, স্বৈরাচার পতনের পর অন্তর্র্বতীকালীন সরকারের ৮ মাস পার হওয়ার পরও এমন ভয়াবহ মব তৈরি এবং অমানবিক পুলিশী ব্যবস্থায় নাগরিকের মৃত্যু কখনোই মেনে নেয়া যায় না। এটা স্পষ্টই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। এই ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।’
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            