বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চৌধুরী জাতীয় নির্বাচনের সময়ে গণভোট আয়োজনের প্রস্তাবকে নিয়ে সর্তকতা প্রকাশ করেছেন।

রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সমাপনী বক্তব্যে তিনি বলেন, “অধিকাংশ দল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে। কিন্তু গণভোটের তফসিল ঘোষণার আগে হাতে আছে মাত্র ১ থেকে দেড় মাস। এখন যদি গণভোট আয়োজন করা হয়, তাহলে সেটি মূলত নির্বাচন পেছানোর প্রয়াস হিসেবে দেখা হবে। কোনো বাস্তব প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদ নিয়ে যে ঐকমত্য হয়েছে, সেটিই থাকবে। এখন আলোচনা হচ্ছে কিভাবে বাস্তবায়ন করা হবে। নোট অব ডিসেন্ট যেভাবে দিয়েছি, তা অবশ্যই অঙ্গীকারনামায় উল্লেখ থাকতে হবে। মানুষ জুলাই সনদে রায় দিলেও নোট অব ডিসেন্ট থাকবে।”

জুলাই অভ্যুত্থান ও এর প্রত্যাশা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা সেই লক্ষ্য পূরণ করতে সর্বদা সচেষ্ট থাকবো।” পাশাপাশি, তিনি মন্তব্য করেন, “জুলাই ঘোষণাপত্রের সঙ্গে অনেকে স্বাধীনতার ঘোষণাপত্র মিলাতে চায়। এতে স্বাধীনতার ঘোষণাপত্রের তাৎপর্য ছোট হয়ে যায়।”

 

news