বগুড়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকার-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়ার কৈগাড়ী সি.ও. অফিস সংলগ্ন বাড়িতে মরহুম রাহুল সরকারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানান।
সাক্ষাৎকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন বলেন, “যুবদল নেতা রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীরভাবে ব্যথিত হয়েছেন। তাঁর নির্দেশেই আমরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি। হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি আমরা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি শান্তিপ্রিয় দল। আমরা কখনও বিশৃঙ্খলা চাই না। সবসময় সরকারের সঙ্গে সহযোগিতার মনোভাব রাখি। তবে রাহুল সরকারের হত্যাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন, এছাড়া বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামশু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুল সরকারকে ছুরিকাঘাতে হত্যা করে।


